কেরানীগঞ্জে ঢাকা পূর্ব–পশ্চিম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উদ্যোগে ‘ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প’-এর পরিবেশগত প্রভাব মূল্যায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর রবিবার সকালে শাক্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই শহরটি অনুষ্ঠিত হয়।
সভায় হালিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ওহিদুজ্জামান তত্ত্বাবধায়ক প্রকৌশলী।
মোহাম্মদ ফাহিম রায়হান ডিডি এনভায়রনমেন্ট, বিবিএ,
নুর ইয়াসিন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বিবিএ, এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির(IIFC) পরিবেশ বিশেষজ্ঞরা প্রকল্পের বর্তমান অবস্থা, সম্ভাব্য পরিবেশগত ঝুঁকি, প্রতিকার মুলক ব্যবস্থা এবং পূর্ববর্তী অনুরূপ প্রকল্প আলোকে পরিবেশ কৌশল তুলে ধরেন। এছাড়াও আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী এক্সপ্রেসওয়ে নির্মাণ ও পরিচালনার প্রক্রিয়া বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।
এখানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়নগঞ্জ জেলার পরিদর্শক মো: হুজ্জাতুল ইসলাম। তিনি প্রকল্প এলাকার পরিবেশগত সংবেদনশীলতা বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। এ সময় অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়নের আগে স্থানীয় জনগণের মতামত গ্রহণ ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।
বাংলাদেশ সরকার পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে সভায় জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন হালিমা আক্তার.