সারাদেশ

জয়পুরহাটে নানা আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে এবার ২৯৩টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গাপূজা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাঅষ্টমীতে জেলার সবচেয়ে বড় মন্ডপ শহরের মাদারগঞ্জ দূর্গা মন্দির পূজা মন্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

এবার দেবী রুপে পুজিত হয়েছেন শহরের মাদারগঞ্জ এলাকার তপু পালের মেয়ে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আরাধ্যা পাল। পূজায় মন্ত্র পাঠ করেন পুরোহিত চয়ন কুমার অধিকারী।

কুমারী পূজা দেখতে সকাল থেকে মাদারগঞ্জ মন্ডপে ভিড় করেন জেলার বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা। এরপর অষ্টমীর পূজা অর্চনা শেষে নতুন কাপড় পড়িয়ে দেবীর সাজে সজ্জিত করে কুমারীকে মন্দিরে বসানো হয়। এসময় ঢাক-ঢোল, শঙ্খ আর উলু ধনিতে মুখরিত হয়ে উঠে মন্দির প্রাঙ্গন।

শ্রীরামকৃষ্ণের কথামৃত সব স্ত্রীলোক ভগবতীর একটি রুপ। সেই রুপকে চিন্তা করে কুমারী পূজা করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,