ভোলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোস্ট গার্ডের কড়া নিরাপত্তা

মোঃ রাফসান জানি, ভোলা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা জেলার উপকূলীয় অঞ্চলসহ দক্ষিণাঞ্চলের ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) সকাল ১০ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের জানমাল সুরক্ষা এবং বিভিন্ন ধর্মাবলম্বীর উৎসবের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ জোনের অধীন উপকূলীয় অঞ্চলগুলোতে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের মহাউৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, দক্ষিণ জোনের অধীনস্থ উপকূলীয় এলাকায় অবস্থিত ৮২টি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা দিতে মাঠে কাজ করছে কোস্ট গার্ডের সদস্যরা। দুর্গাপূজা ঘিরে সম্ভাব্য যেকোনো নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয়সমূহ রক্ষা করতে কোস্ট গার্ড সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
এছাড়া প্রতিমা বিসর্জনের দিন অতিউৎসাহী জনগণকে ধারণক্ষমতার অতিরিক্ত নৌযানে না উঠা, নৌযানে অবস্থানরত সবাইকে লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে নৌযানে না উঠতে পরামর্শ দেওয়া হচ্ছে। এসব বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্যও কোস্ট গার্ড জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে।
লেফটেন্যান্ট মোঃ মুত্তাকিন সিদ্দিক জানান, প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে নৌকা ডুবির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় জরুরি উদ্ধারের জন্য বিশেষ ডুবুরিদল সর্বদা প্রস্তুত থাকবে। পাশাপাশি দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১–তে যোগাযোগের আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, দেশের শান্তিপ্রিয় হিন্দু জনগোষ্ঠী যাতে তাদের ধর্মীয় উৎসবটি সুন্দর, সুষ্ঠু ও নিরাপদভাবে উদ্যাপন করতে পারে, সেই লক্ষ্যেই কোস্ট গার্ডের এসব কার্যক্রম চলমান থাকবে এবং প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।