সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে পুজামন্ডবের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ছাত্রদল।

স্টাফ রিপোর্টার, নওগাঁ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলার ১৫৮ টি পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতে টিম আকারে কাজ করছেন।

গত সোমবার থেকে প্রতিটি মন্দিরে ছয় জন করে এ দায়িত্ব পালন করছেন। আর এই টিমের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলাম।
ছাত্র দলের আহ্বায়ক সাকিল ইসলাম বলেন, “ঐক্য ও সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ ছাত্র দল প্রতিজ্ঞাবদ্ধ। যেকোনো সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামার বিরুদ্ধে ছাত্র দল সোচ্চার ছিল এবং থাকবে। আমাদের বন্ধু ও সনাতন ধর্মাবলম্বীরা যেন নিশ্চিন্তে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”
আজ ০১ এ অক্টোবর নবমীর দিনে পূজা মন্ডব পরিদর্শন করেন মহাদেবপুর মহাদেবপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলাম, আতিকুর রহমান আতিক,মোস্তাকিন হোসেন, হিরণ আহমেদ, সেচ্ছাসেবক দলের রুম্মন, সুমন, লেলিন, সাব্বির প্রমূখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,