সারাদেশ

নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ বন্দুক সহ গ্রেফতার ১

মাজহারুল ইসলাম বাদল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে একটি অবৈধ দেশীয় বন্দুকসহ মো. খান সাহেব (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলামের নেতৃত্বে ১৫ সদস্যের একটি পুলিশের দল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে শ্যামগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাহেবনগর এলাকার ইরা কাজীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত খান সাহেব ওই এলাকার স্থায়ী বাসিন্দা। তার পিতা মো. শুক্কু মিয়া এবং মাতা মৃত আম্বিয়া বেগম।
নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম জানান, খান সাহেব দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। প্রায়ই তিনি নদীপথে অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দিতেন। কয়েকদিন আগে পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নদীপথে যাওয়ার সময় তার দিকেও গুলি ছোড়েন তিনি। তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা, বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র আইনে দায়ের করা মামলা।
তিনি আরও জানান, অভিযানের সময় তার কাছ থেকে একটি অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এদিকে, আটককৃত খান সাহেবের মুক্তির দাবিতে একই দিন (২ অক্টোবর) দুপুরে সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক মানববন্ধনের আয়োজন করা হয়। সচেতন জনগণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয়রা তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,