সারাদেশ

কালীগঞ্জে  সড়ক দূর্ঘটনায় নিহত ৩ আহত ২

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া  এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজি সংঘর্ষে  তিন নিহত দুইজন আহত হয়েছে।
শুক্রবার  সকালে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর মনোহরদী থানার সুকুন্ধি এলাকার নুরুল ইসলামের ছেলে অলিউল্লাহ (৪০) , ময়মনসিংহ তারাকান্দা থানার পাগলি পশ্চিম  গ্রামের শুক্কুর মাহমুদের ছেলে মো. আবু তালেব (২৭), সিরাজগঞ্জ
সদর  চিলাগাছা  রতনকান্দি গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে সিয়াম (৪)।    ।
আহতরা হলেন-  হাফিজুর (৪০), তার স্ত্রী সালমা বেগম (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুরের সফিপুর থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি নরসিংদী যাচ্ছিল। এক পর্যায়ে সিএনজিটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া চত্বর এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে ওই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যায়। এ ঘটনায় সিএনজির আরো তিন যাত্রী গুরুতর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সিয়াম মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রাসেল মিয়া জানান, সিএনজি ও ড্রাম ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন। হাসপাতালে একজনের মৃত্যু হয়।
ছবির ক্যাপশন ঃ গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী- ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া নামক স্থানে সড়ক দূর্ঘটনায় সিএনজি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,