সারাদেশ

সদরপুরে স্বর্ণেরবার দেখানো প্রতারক গ্রেফতার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে নকল স্বর্নের বার দেখিয়ে  দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন মোঃ সিদ্দিকুর রহমান (৪৫)।
১৭ এপ্রিল(বৃহস্পতিবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে  ফরিদপুর জেলার সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত সিদ্দীকুর রহমান ঠাকুরগাও জেলার রাজাগাও ইউনিয়নের খালপাড়া গ্রামের মৃত্যু সোলায়মান রহমানের পুত্র বলে  জানা গেছে।
সদরপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, সিদ্দিকুর রহমান গ্রামের প্রত্যন্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরে নিজেকে স্বর্ণের বার (Gold Bar) মালিক বলে পরিচয় দিয়ে তা বিক্রির কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। স্বর্ণের লোভে পড়ে  তার ফাঁদে পরে সর্বস্ব হারিয়েছেন অনেকে।
সদরপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগের ভিত্তিতে যথাযথ  মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে আরো কেউ জড়িত আছে কিনা৷
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোতালেব হোসেন জানান, প্রতারক সিদফীকুর রহমানের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে মামলা হয়েছে। যথাযথ আইনী প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে প্রেরন করা হবে। তিনি আরো বলেন সাধারন মানুষকে এসকল প্রতারক থেকে সতর্ক থাকতে হবে। এ ধরনের কোন ঘটনা ঘটলে তাৎক্ষনিক পুলিশকে জানানোর পরামর্শ দেন তিনি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,