সারাদেশ

উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় পথচারীর মর্মান্তিক মৃত্যু

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তঃনগর ট্রেনের ধাক্কায় আলহাজ আলী (৪৮) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলহাজ আলী উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী মহেশপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ঘাটিনা রেলগেট অতিক্রম করার সময় আলহাজ আলী রেললাইন ধরে হাঁটছিলেন। ট্রেনটি দ্রুতগতিতে এগিয়ে এলেও তিনি সরে দাঁড়াননি। এতে ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা ধারণা করছেন, তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন ফলে ট্রেনের শব্দ শুনতে না পেরে দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে নিহতের স্বজনরাও সেখানে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যান। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলে।
রেলওয়ে পুলিশের উল্লাপাড়া ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি কানে শুনতে পেতেন না। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হবে।
স্থানীয় বাসিন্দা মো. হারুন অর রশিদ বলেন, ঘাটিনা রেলগেট এলাকায় প্রায়ই মানুষ রেললাইন ধরে হাঁটে। নিয়মিতভাবে রেলওয়ে কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটে চলেছে।
এলাকাবাসীর দাবি, রেললাইনসংলগ্ন জনবসতিপূর্ণ এলাকায় সচেতনতামূলক সাইনবোর্ড, ব্যারিকেড ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। তারা বলেন, প্রায় প্রতি মাসেই এ এলাকায় ছোট-বড় দুর্ঘটনা ঘটে, কিন্তু কার্যকর পদক্ষেপ দেখা যায় না।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,