সারাদেশ

সাঘাটায় বজ্রপাতে আঃ আজিজ নামের এক ব্যক্তির মৃত্যু

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ব/জ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ৫ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামের চরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল আজিজ (৪৫)। তিনি ওই গ্রামের আলহাজ্ব মকবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার  সকাল সাড়ে  ১১টার দিকে বৃষ্টির মধ্যে আব্দুল আজিজ নিজের বাড়ির পাশের জমিতে ধানের খেত দেখতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হয়ে মাঠেই পড়ে যান।
পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই তিনি মারা যান। তার অকাল মৃ/ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও পরিচিতদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের আবহ।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, আব্দুল আজিজ পরিশ্রমী ও সজ্জন ব্যক্তি ছিলেন। তাঁর মৃ/ত্যুতে দীঘলকান্দী গ্রামবাসী এক গুণী মানুষকে হারাল।
সাঘাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে এবং সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,