সারাদেশ

নওগাঁয় হঠাৎ ঘন কুয়াশা, বার্তা দিচ্ছে শীতের

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় হঠাৎ করেই দেখা দিয়েছে ঘন কুয়াশা।
মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা ছিল চারপাশ। ভোর থেকে মাঠঘাট, গাছপালা ও রাস্তাঘাটে নেমে আসে সাদা ধোঁয়ার পরত। ফলে সকাল থেকে যানবাহনের গতি ছিল ধীর, রাস্তায় মানুষের উপস্থিতিও ছিল কম।
সরেজমিন দেখা গেছে, ভোর থেকে নওগাঁ শহরসহ আশপাশের এলাকায় ঘন কুয়াশা নেমে আসে। শহরের রাস্তায় হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে চলছিল যানবাহন। বাসস্ট্যান্ড, বাইপাস সড়কসহবাজার এলাকায় সকাল ৮টা পর্যন্ত ছিল কুয়াশার ধোঁয়াটে আবরণ। মাঠের ফসল, গাছের পাতা ও ঘাসের ডগায় জমেছে শিশিরবিন্দু।
শহরের বাইরে গ্রামীণ সড়কগুলোতে কুয়াশার ঘনত্ব ছিল আরও বেশি। রানীনগর পত্নীতলা, ধামইরহাট ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন গ্রামে সকাল ৯টার পরও সূর্যের দেখা মেলেনি।
স্থানীয়রা জানান, আজ সকালে কুয়াশায় ঢেকে যায় চারপাশ। আজকের মতো ঘন কুয়াশা চলতি মৌসুমে আগে দেখা যায়নি। হঠাৎ করে এমন কুয়াশা পড়ায় সবাই বুঝে নিয়েছেন শীত আসছে।
রাণীনগর উপজেলার কৃষক মজিবর রহমান বলেন, বেশ কিছুদিন ধরেই গরমে খুব কষ্ট হচ্ছিল। আজ ভোরে উঠেই দেখি পুরো মাঠ কুয়াশায় ঢাকা। মনে হচ্ছে, এবার বুঝি সত্যি শীত এলো।
ব্যবসায়ী কামাল হোসেন বলেন, হটাৎ আজ সকালে কুয়াশায় রাস্তায় ভালো করে দেখা যাচ্ছিল না। তবে ঠান্ডা হাওয়া লাগায় মনটা ভালো হয়ে গেছে।
কৃষক আবদুল হান্নান বলেন, আজ ভোরে ঠান্ডা বাতাসে কুয়াশা দেখে মনটা ভালো হয়ে গেছে। মনে হচ্ছে, এবার সত্যিই শীত আসছে।’
নওগাঁ শহরের রিকশাচালক রবিউল ইসলাম বলেন, সকাল সকাল রিকশা নিয়ে বের হয়েছিলাম, কিন্তু রাস্তায় লোকজন কম। কুয়াশায় সামনেটাও ঠিকমতো দেখা যাচ্ছিল না। তারপরও মনে ভালো লাগছিল, অনেক দিন পর ঠান্ডা হাওয়া পেলাম।
বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর প্রভাব কমে আসায় ধীরে ধীরে তাপমাত্রা কমছে। আজ ৭ অক্টোবর সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, গত কয়েক দিন ধরে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আজ সকালেও ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুয়াশা পড়া মানে শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। এটা স্বাভাবিক মৌসুমি পরিবর্তন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,