সারাদেশ

মাদারীপুরে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান কর্মসূচি নিয়ে ওরিয়েন্টেশন সভা

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড জ্বর প্রতিরোধে,  টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের জন্য ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন।
ওরিয়েন্টেশন সভায় বক্তারা বলেন, টাইফয়েড জ্বর একটি সংক্রামক রোগ, মানুষের সংস্পর্শে জীবানু শরীরে ঢুকে পড়ে। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। তাই জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম সফল করতে সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদানের গুরুত্ব অপরিসীম, ক্যাম্পেইনের সময়সূচি ও তথ্য প্রচারের কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, উপ-সচিব ও পৌর প্রশাসক মুহাম্মদ হাবিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ভাস্কর সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভাগ নিগার সুলতানা,  সিভিল সার্জন প্রতিনিধি এমও সিএস এসএম খলিলুজ্জামান হিমু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার বেনজির আহমেদ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,