গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভায় প্রার্থী ঘোষণা।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে আজ দুপুর ২টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুর ২টায় গোবিন্দগঞ্জ পৌর এলাকার সরবর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জাতীয় পার্টি পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করেন। এতে আহবায়ক হিসেবে কাজী ওয়াতিনুর রহমান এবং সদস্য সচিব হিসেবে আইয়ুব আলী দায়িত্ব পান। সভা শেষে সর্ব সিদ্ধান্তক্রমে সাবেক ছাত্রনেতা ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীদের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়। উক্ত মতবিনিময় সভায়
উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলের আহবানে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মেহেদুল ইসলাম, মন্ডল, খন্দকার আমিনুল ইসলাম মন্ডল, আব্দুল করিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম, দেলোয়ার হোসেন, আহসানুল হক রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, জয়দুল ইসলাম জীবন, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন, সহ-অর্থ সম্পাদক আব্দুল জলিল শেখ, প্রচার সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আমিরুল ইসলাম মন্ডল ও উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি খাইরুল ইসলাম প্রমুখ। জাতীয় পাটির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে বিভিন্ন দিকনির্দেশনামুলক আলোচনা করেন।