টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ করাতকলের মালিকদের জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (০৮ অক্টোবর) বিকেলে উপজেলার লাইসেন্স বিহীন ৪ টি করাতকলে এ অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন। এসময় থানার এসআই নজরুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন বলেন- করাতকলের লাইসেন্স না থাকায় করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর অধীনে ৪ টি করাতকলের প্রত্যেককে ১০ হাজার করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।