সারাদেশ

কমলগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ

জায়েদ আহমেদ,
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিডব্লিউবি (VWB) কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নির্জনা আক্তার হেনা।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মো. শহিদুর রহমান, ইউপি সদস্য রইস আলী, জসিম উদ্দিন, তবিরুন নেছা, সত্যজিত সিংহসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় এই ভিডব্লিউবি চাল বিতরণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য সহায়ক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ভিডব্লিউবি (Vulnerable Women Benefit) কর্মসূচি হলো সরকারের একটি সামাজিক নিরাপত্তা উদ্যোগ, যার মাধ্যমে হতদরিদ্র নারীদের বিনামূল্যে চালসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয়। এ কর্মসূচির আওতায় আলীনগর ইউনিয়নের মোট ১৭৩ জন হতদরিদ্র নারী উপকারভোগীর মধ্যে চাল বিতরণ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,