সারাদেশ

সার না পেলে ইউএনও-কৃষি অফিস ঘেরাওয়ের ঘোষণা।

বেলাল হোসেন  ঠাকুরগাঁও
 খোলা বাজারে রাসায়নিক সারের অভাবে কৃষকরা বিপাকে পরেছে। টাকা নিয়ে ডিলারদের কাছে হন্ন হয়ে ঘুরলেও সার না পাওয়ায় আন্দোলনে নামেন প্রান্তিক কৃষক ও খুচরা ব্যবসায়ীরা। ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।
আজ রোববার ১২ অক্টোবর দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।
ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচী চলাকালে ডিলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বালিয়াডাঙ্গী উপজেলার সভাপতি সাবুল ইসলামসহ বক্তারা অভিযোগ করে বলেন, চলতি মৌসুমে আলু,গম ভুট্টাসহ নানা রকম ফসল উৎপাদন করবে কৃষকরা। কৃষকের প্রয়োজন মত খোলা বাজার থেকে সার ক্রয় করতো। কিন্তু বর্তমানে খোলা বাজারে তীব্র সার সংকটের কারনে এমন অবস্থার  সৃস্টি হয়েছে। ডিলারদের কাছে যে পরিমান সার বরাদ্দ পেত না তা বন্ধ করে দেয়ায় কৃষকরা সার পাচ্ছে না। ২০২৩ সালে  জারি করা প্রজ্ঞাপনে বলা হয় বিসিআইসি ডিলারদের বরাদ্দ করা সারের মধ্য ৬০ ভাগ খুচরা ব্যবসায়ীদের দিতে হবে। এটি বাস্তাবায়ন হলে সারের সংকট থাকবে না। কৃষকরা তাদের সুবিধামত সার খুচরা বিক্রেতাদের কাছ থেকে কিনতে পারবে। আমরা প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতেই রাস্তায় দাড়িয়েছি। অবিলম্বে প্রশাসনের সিদ্ধান্তে খুচরা ব্যবসায়ী পর্যায়ে পর্যাপ্ত সার বরাদ্দের দাবি আন্দোলনরতদের। অবিলম্বে তা কার্যকর না হলে ইউএনও-কৃষি অফিস ঘেরাওয়ের ঘোষণা দেন বক্তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,