পাঁচবিবিতে দুই দিনব্যাপি গ্রীষ্মকালীন ফসল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষি ইউনিট (কৃষি খাত) এর আওতায় পিকেএসএফ এর সহযোগিতায়
দুই দিনব্যাপী গ্রীষ্মকালীন ফসল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাকস ফাউন্ডেশনের আয়োজনে পাঁচবিবি উপজেলার শালাইপুর এলাকায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা রাজেস প্রসাদ রায়, জাকস ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন শাহিন।
গ্রীষ্মকালীন ফসল উৎপাদন অত্যন্ত লাভজনক, সেজন্য মাচায় তরমুজ উৎপাদন, মালচিং পেপারে মরিচ ও বেগুন চাষের পরামর্শ দেন বক্তারা।
উক্ত প্রশিক্ষণে অত্র এলাকার সফল চাষী রাজু আহমেদ, মুকুল হোসেন, আবুল কাশেম, সানোয়ার হোসেন, মামুনসহ ২৫ জন কৃষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে কৃষকরা বলেন, এই প্রশিক্ষণ পেয়ে আমরা আনন্দিত। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা জমিতে আরো বেশি ফলন উৎপাদন করতে পারবো।