সারাদেশ

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৪ জেলের জেল জরিমানা 

বোরহান উদ্দিন :
রাজবাড়ী প্রতিনিধি :
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে রাজবাড়ীর পদ্মা নদীর বিভিন্ন অংশ থেকে ১৪ জেলেকে আটক করেছে যৌথ অভিযানকারী দল। পরে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী জেলার পদ্মা নদীতে জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ৮টি অভিযান পরিচালিত হয়। এ সময় ৮৪ কেজি ইলিশ ও ৮৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযানে রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদী থেকে ৬ জন ও গোয়ালন্দ উপজেলার পদ্মা নদী থেকে ৮ জনসহ মোট ১৪ জেলেকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে রাজবাড়ী সদরে আটক ৫ জেলেকে ৩ দিন করে জেল, গোয়ালন্দে আটক ৮ জেলেকে ১৪ দিন করে জেল এবং একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ইলিশের প্রজনন রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,