জয়পুরহাটে সাংবাদিকদের সাথে শহর জামায়াত পেশাজিবী শাখার মতবিনিময়

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট শহর জামায়াতের পেশাজীবী শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে জয়পুরহাট শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
শহর পেশাজীবী নায়েবে আমির ও পেশাজীবী সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে সেক্রেটারি আব্দুল ওয়াহেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন। বিশেষ অতিথি ছিলেন জেলা পেশাজীবী সভাপতি মোস্তাফিজুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা সাইদুর রহমান, জামায়াতের শহর সেক্রেটারি মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ বলেন, বিগত ১৭ বছরে বিভিন্ন সময়ে মিডিয়ার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমানে মিডিয়া অনেকটাই স্বাধীনভাবে কাজ করছে। তাই সাংবাদিকদের উচিত সত্য তুলে ধরা এবং জাতির সামনে সাদাকে সাদা ও কালোকে কালো হিসেবে উপস্থাপন করা। জামায়াতে ইসলামী যে আদর্শে বিশ্বাস করে তা জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা রাখতে হবে। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।
ভবিষ্যতেও এমন মতবিনিময় অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।