গণসংযোগে ব্যাস্ত আব্দুল মোহিত তালুকদার

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার আদমদীঘি-দুপচাঁচিয়া উপজেলা মিলে বগুড়া-৩ আসন। এই আসনে দলের সবুজ সংকেত পেয়ে গণসংযোগ করে যাচ্ছেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার।
আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কালাই কুড়ী গ্রামের তিন বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মজিদ তালুকদারের ছেলে। তাঁর বড়ো ভাই মরহুম আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা বিগত আ’লীগ সরকারের সময় দুই বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য। মুলত পারিবারিক ভাবেই তিনি রাজনীতিতে প্রবেশ করেন। বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে বিএনপি’র রাজনীতিতে তিনি ছাতিয়ান গ্রাম ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আ’লীগ শাসনামলে তিনি ছিলেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে বর্তমান তিনি বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আ’লীগের শাসনামলে রাজনৈতিক মামলায় তাঁকে বেশ কয়েক বার কারাবরণ করতে হয়েছে।
কর্মী বান্ধব,দলের জন্য নিবেদিত প্রাণ আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার শুধু রাজনীতিবিদই নন, তিনি একজন সফল মৎস্য ব্যাবসায়ী। তিনি তাঁর নিজ গ্রামে জি এম এ্যাকোয়া কালচার নামে একটি মৎস্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। একজন সফল মৎস্য ব্যাবসায়ী হিসেবে তিনি জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বেশ কয়েক বার পুরষ্কার অর্জন করেছেন। ব্যাবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আদমদীঘি দুপচাঁচিয়া এলাকায় তিনি মাটি ও মানুষের প্রিয় নেতা হিসেবে পরিচিত লাভ করেছেন।
দলের সবুজ সংকেত পাওয়া বিষয়ে আব্দুল মোহিত তালুকদার বলেন, গত ১৫ অক্টোবর রাত এগারো ঘটিকার সময় কেন্দ্রীয় ভাবে আমাকে ৩৮ বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকায় কাজ করার জন্য অবগত করা হয়েছে এবং দলীয় মনোনয়নের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। আমি বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি নির্বাচিত হলে অত্র এলাকার উন্নয়নে কাজ করে যাবো ইনশা-আল্লাহ।