সারাদেশ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে অবৈধ স্থাপনা নির্মাণ

ভূমিদস্যুদের দৌরাত্ম্যে আতঙ্ক, সন্ত্রাসীদের অস্ত্রের মহড়ায় চলছে নির্মাণ কার্যক্রম

আলফাজ মামুন নুরী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলার উত্তর নলবিলা মৌজায় আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে চলছে অবৈধ স্থাপনা নির্মাণ। মূল মালিকের অজ্ঞাতে একদল প্রভাবশালী ভূমিদস্যু ও জালিয়াত চক্র কৌশলে জমি বিক্রির দলিল সৃজন করে দখল নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভুক্তভোগী মূল মালিকরা ন্যায়বিচারের আশায় মহেশখালী সহকারী জজ আদালতে অপর ১৭/২০২১ নম্বর মোকদ্দমা দায়ের করেন। মামলার শুনানি শেষে মাননীয় আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নালিশী জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখা এবং জমি হস্তান্তর না করার নির্দেশনা প্রদান করেন।

কিন্তু আদালতের সেই স্পষ্ট নির্দেশনা অমান্য করে মামলার ১নং বিবাদী আব্দুল খালেক (পিতা: মৃত আজরফ মিয়া) ও ৩নং বিবাদী মোঃ হোছন (পিতা: আব্দুল খালেক) প্রকাশ্যে নালিশী জমির ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে চলেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ নির্মাণের কাজে বাধা দিলে সন্ত্রাসীদের প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, যাতে কেউ প্রতিবাদ করার সাহস না পায়। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী মূল মালিকরা বলেন—

“আমরা ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছি। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রভাবশালী চক্রটি সন্ত্রাসীদের মাধ্যমে আমাদের ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে—যা বিচার বিভাগের প্রতি অবমাননা ও আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা।”

তাঁরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অবিলম্বে কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানিয়ে আদালতের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ স্থাপনা নির্মাণ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, উক্ত জমির একটি অংশে সড়ক নির্মাণের কারণে সরকারের পক্ষ থেকে বারো লক্ষাধিক টাকার ক্ষতিপূরণ প্রদান করা হয়েছিল। কিন্তু মূল মালিকদের অজ্ঞাতে ওই জালিয়াত চক্রটি প্রতারণার মাধ্যমে সেই ক্ষতিপূরণের অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সচেতন মহল বলছে, প্রশাসন যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তবে এই ধরণের জালিয়াতি, আদালত অবমাননা ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য ভবিষ্যতে মহেশখালী অঞ্চলে আরও ভয়াবহ আকার ধারণ করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,