ভূঞাপুরে ব্যানার-পোস্টার অপসারণে উচ্ছেদ অভিযান

খায়রুল খন্দকার টাঙ্গাইল ভূঞাপুর) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে স্থাপিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসক।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে এ অভিযান শুরু হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন। উপস্থিত ছিলেন ভূঞাপুর থানা এসআই রুবেল হাসান সঙ্গীয় পুলিশ সদস্যরা।
এর আগে গত ১৩ অক্টোবর ভূঞাপুর পৌরসভার অফিসিয়াল ফেসবুক পেজে এক গণবিজ্ঞপ্তিতে ব্যানার ও পোস্টার স্বেচ্ছায় অপসারণের আহ্বান জানানো হয়। তবে নির্ধারিত সময় শেষে অনেক স্থানে ব্যানার–পোস্টার অপসারণ না করায় আজকে পৌর প্রশাসকের উদ্যোগে অভিযান শুরু হয়।
পৌর প্রশাসক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন বলেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী পৌর এলাকার বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। পৌর শহর পরিষ্কার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।’