সিদ্ধিরগঞ্জে সাংবাদিকের সাথে বিএনপির মামুন মাহমুদ মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সবাই একসাথে মিলেমিশে শান্তি সমৃদ্ধি ও সাম্যের সমাজ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জ থানায় দায়িত্বর সাংবাদিকদের সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) ২টার সময় সিদ্ধিরগঞ্জ তাজমহল রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা করা হয়।
এসময় জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক, অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) ,সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের অধ্যাপক মামুন মাহমুদ বলেন,
সাংবাদিক ভাইয়ের উদ্দেশ্য বলতে চাই,গণমাধ্যমের স্বাধীনতা শহিদ জিয়াউর রহমান দিয়েছে, কেননা ৪ টি প্রত্রিকা থেকে ৪৪ টি প্রত্রিকায় বর্ধিত করা হয়েছে। সাংবাদিকরা আমার ভাই, তারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অভিহিত করা হয়।গণমাধ্যম সমাজে জবাব দিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন,
বিএনপি গণমানুষের দল ৪ বার রাষ্ট্র পরিচালনা করেছে, তাই বিএনপি একটি সর্ববৃহৎ বড় দল। এ দলে নিজেকে প্রার্থী হিসেবে গর্বিত মনে করি।দল যদি চায় আমি ৩ অথবা ৪ যে কোন আসন থেকে আমাকে মনোনীত করবেন এটা আমি প্রত্যাশী।আমি সিদ্ধিরগঞ্জের মানুষের সাথে উঠা- বসা করি।সোনারগাঁ আমার দীর্ঘ দিনের কর্মক্ষেত ওখানে প্রত্যেকটি মানুষ পরিচিত আপনজন।দল যেখানে চায় সেখানে পছন্দ করবেন।
ফ্যাসিট সরকার দীর্ঘ ১৭ বছর মানুষের ভোটের অধিকার হরন করছে।মানুষ ভোট দিতে পারে নাই। আগামী ফেব্রুয়ারিতে মুক্তমনা ভাবে ভোট দিতে পারে সেদিকে লক্ষ্য রাখতে বিএনপি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে।আমাদের মধ্যে কোন কোন্দল থাকবে না ধানের শীষ প্রতীক একটাই সবাই সম্মিলিত ভাবে কাজ করব।এসময় সিদ্ধিরগঞ্জের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।