ডিজিটাল মার্কেটিংয়ে বদলে যাওয়া জীবনের গল্প, ‘নুরা টেক জোন’ এখন তরুণদের অনুপ্রেরণা

গাইবান্ধা প্রতিনিধি:
বর্তমান সময়ে তরুণদের মধ্যে প্রথাগত চাকরির পেছনে ছোটা নয়, বরং নিজের কিছু করার মানসিকতা ক্রমেই বাড়ছে। গাইবান্ধার তরুণ মোঃফুয়াদ রহমান ঠিক এমনই এক উদাহরণ। নিজের দক্ষতা ও আগ্রহকে পুঁজি করে তিনি প্রতিষ্ঠা করেছেন একটি সম্ভাবনাময় ডিজিটাল মার্কেটিংভিত্তিক প্রতিষ্ঠান—‘নুরা টেক জোন’।
প্রতিষ্ঠানটি মূলত ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে কনটেন্ট তৈরি, ডিজিটাল প্রমোশন, লোকাল মার্কেটিং এবং ব্র্যান্ডিং নিয়ে কাজ করছে। গাইবান্ধার মতো জেলায় থেকেও আধুনিক ডিজিটাল সেবার মাধ্যমে অনেক ক্ষুদ্র উদ্যোক্তার পাশে দাঁড়াচ্ছেন তিনি।
স্বনির্ভর হওয়ার পাশাপাশি ফুয়াদ রহমান এলাকার তরুণদেরও সুযোগ করে দিচ্ছেন ডিজিটাল কাজে অংশ নেয়ার। কনটেন্ট রাইটিং, ডিজাইন, প্রমোশন ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট—এসব বিষয়ে প্রকল্পভিত্তিক কাজের সুযোগ দিয়ে যাচ্ছেন নিয়মিত।
ফুয়াদ রহমান বলেন:
“প্রথাগত চাকরির পেছনে ছুটে আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যায়। সময়ের চাহিদা অনুযায়ী নতুন কিছু ভাবতে হবে। ডিজিটাল মার্কেটিং এখন একটি বড় সম্ভাবনার জায়গা—এখান থেকে যেমন নিজে আয় করা যায়, তেমনি অন্যদেরও সহযোগিতা করা যায়।”
বর্তমানে ‘নুরা টেক জোন’ থেকে ব্যক্তিগত ব্র্যান্ড, ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের জন্য কনটেন্ট তৈরি, ডিজিটাল ক্যাম্পেইন, ফেসবুক মার্কেটিং ও প্রমোশনাল ডিজাইন সরবরাহ করা হচ্ছে। এছাড়াও ফ্রি পরামর্শ ও অনুপ্রেরণামূলক পোস্টের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের পাশে থাকছেন তিনি।
‘নুরা টেক জোন’-এর প্রধান সেবাসমূহ:
ফেসবুক পেজ কনটেন্ট ও ডিজাইন
ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি
লোকাল মার্কেটিং অ্যাকশন প্ল্যান
প্রমোশনাল পোস্টার ও ব্যানার ডিজাইন
তরুণদের জন্য ফ্রি পরামর্শ ও মোটিভেশন
উদ্যোক্তা হতে চাওয়া তরুণদের উদ্দেশে ফুয়াদ বলেন,
“নিজের সময় ও মেধাকে কাজে লাগান। শেখা বন্ধ করবেন না। যারা আজ কাজ শুরু করবে, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে।”
তার উদ্যোগ ‘নুরা টেক জোন’ এখন শুধু একটি ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান নয়, বরং গাইবান্ধা ও আশপাশের এলাকার তরুণদের কাছে এক নতুন আশার নাম। ভবিষ্যতে সারা দেশে প্রতিষ্ঠানটির প্রসার ঘটানোর স্বপ্ন দেখছেন ঐ তরুণ উদ্দোক্তা ।