পলাশবাড়ীতে ছাত্রদল নেতার ৩১ দফা ও ধানের শীষ লিফলেট বিতরণ।

বায়েজিদ (পলাশবাড়ি) গাইবান্ধা :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা তুলে ধরে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতের নেতৃত্বে চলমান গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচীতে স্থানীয় নারী পুরুষ ভোটারের ব্যাপক সাড়া ফেলেছে। নিজ উদ্যোগে এলাকার সাধারণ নারী পুরুষ ভোটারগণ ৩১ দফার লিফলেট ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিকের ছবি সম্বলিত ধানের শীর্ষের শুভেচ্ছা পোস্টার সংগ্রহ করেছেন।
পলাশবাড়ী পৌর এলাকার উদয়সাগর বড়বাড়ি এলাকার নারী পুরুষ ভোটারগণ এভাবে নিজ হতে ঘরে হতে বেরিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের নিকট হতে লিফলেট গ্রহন করেন ও মনোযোগ দিয়ে ৩১ দফার সুবিধা গুলো শ্রবণ করেন। ভোটারদের নিকট ৩১ দফা তুলে ধরে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে সমর্থন ও দোয়া কামনা করেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত।
১৯ অক্টোবর রবিবার এ কর্মসূচীতে অংশ নেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ,পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির পায়েল, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাজেদুল রহমান, বর্তমান সভাপতি মেজবা আহমেদ প্রান্ত, পৌর জাসাস সদস্য সচিব ফরহাদ আহমেদ পিন্টু,পৌর ছাত্রদলের নেতা বুলেট সহ অন্যান্যরা।
এতে অংশ নেওয়া নেতাকর্মীরা দাবী করেন ছাত্রদল নেতা লিয়াকত নেতৃত্বে গণসংযোগে স্ব উদ্যোগী হয়ে স্থানীয় নারী পুরুষগণ ৩১ দফার লিফলেট গ্রহন ও ধানের শীর্ষ প্রতিকের শুভেচ্ছা পোস্টার গ্রহন করছেন। যা দলের জন্য অনেক আনন্দের। এ কর্মসূচী প্রমাণ করে বিএনপি দেশের একমাত্র জনপ্রিয় দলের পরিণত হয়েছে।