সারাদেশ

নাগরপুরে আইন শৃঙ্খলা বাহিনীর মাদক, বাল্য বিবাহ , চাঁদা বাজি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত 

শহিদুল ইসলাম (নাগরপুর)  প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের আটিয়া উলাইল নতুন বাজারে আইন শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী, বাল্যবিবাহ রোধ, চাঁদাবাজি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৯ অক্টোবর রবিবার বিকেলে আটিয়া উলাইল গ্রামবাসীর আয়োজিত এক অনুষ্ঠানে, আইন শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আটিয়া উলাইল নতুন বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, নাগরপুর থানা ওসি মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, মাদক হারাম, এটা আমার শ্লোগান। মাদককে না বলুন খেলাধুলাকে হ্যাঁ বলুন। যারা মাদক কারবারি আছেন, তারা সাবধান হয়ে যান। মাদক ব্যাবসা করে পার পাবেন না। যারা মাদক কারবারি তারা অন্য কোনো ব্যাবসায় নিয়োজিত হয়ে যান। যদি আমার কাছে এসে বলেন, আমি মাদক কারবারি অন্য কোনো কাজ করতে চাই, তাহলে আপনার সাহায্যর জন্য আমি ওসি কথা দিচ্ছি আপনার পাশে থাকবো।
আপনাদের এলাকায় বাল্য বিবাহ বন্ধ করুন। এর অনেক কুফল রয়েছে, যা আমরা প্রতিদিন অভিযোগ পাচ্ছি। বিশেষ করে নাগরপুরের কোথাও চাঁদাবাজি চলবে না। এসব করলে কিন্তু কোন ছাড় দেয়া হবে না।
পরে এলাকাবাসী ওসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই নাগরপুরের শেষ সীমানায় আমাদের এখানে আজ পর্যন্ত কোনো ওসি নিজে এসে এরকম মত বিনিময় এবং মাদক বিরোধী পরামর্শ দেননি। ওসি আসা দুরের কথা কোনো পুলিশ বাহিনী সদস্য কোন দিন আসেনি।
এসময় উপস্থিত ছিলেন নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর অনন্য সদস্যবৃন্দ, স্থানীয় ইউপি সদস্য, শিক্ষক, খেটে খাওয়া সাধারণ মানুষ, যুবক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,