সারাদেশ

অসহায় প্রতিবন্ধী পরিবারের ৩ বছর বয়সী শিশুটি কিডনি রোগে আক্রান্ত, সাহায্যের আবেদন 

জাকির হোসেন, শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের অসহায় প্রতিবন্ধী একটি পরিবার তাদের ৩ বছর বয়সী কিডনি রোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে, সমাজের বৃত্তবান সহ সকলের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় প্রতিবন্ধী পরবারটি।
হরিশ্চন্দ্রপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪০) দৃষ্টি প্রতিবন্ধী। তিনি ডান চোখে মোটেও দেখেন না। বাম চোখে অল্প অল্প দেখতে পান। তার স্ত্রী শেফালী খাতুন (৩২)  একজন বাক প্রতিবন্ধী। তার আল জিহবা ছোট। স্পষ্ট ভাবে কথা বলতে পারেন না। তাদের ছোট ছেলে আব্দুর রহমান ৩ বছর বয়সী ছোট্ট শিশুটি কিডনি রোগে আক্রান্ত। আব্দুর রহমানের প্রথমে জ্বর এসেছিলো। এরপর থেকে তার পেটের বাম পাশে প্রচন্ড জ্বালা যন্ত্রনা শুরু হয়। পরিক্ষা নিরীক্ষার পরে আব্দুর রহমানের কিডনি রোগ ধরা পড়ে। তার বাম ও ডান কিডনিতে পাথর ধরা পড়েছে,চিকিৎসা চলছে। কিন্তু জ্বালা যন্ত্রনা কমছে না। চিকিৎসকরা বলেছেন ওষুধে পাথার সরানো যাবে না, অপারেশন করা লাগবে।এজন্য ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ পড়বে। এপর্যন্ত গ্রামে ও গোগা বাজারে চাঁদা তুলে চিকিৎসা খরচ করা হয়েছে। এখন তার হাতে আর একটি পয়সাও নেই। দেড় কাঠা মাত্র ভিটে বাড়ি বিক্রী করলে পথে বসতে হবে রাজ্জাকের। আবার অতি আদরের সন্তানটিকেও বাঁচাতে হবে, সে দিশে হারা হয়ে পড়েছেন। ২০১৯ সালে তার স্ত্রী শেফালী খাতুনও কিডনি রোগে আক্রান্ত হয়েছিলেন। সে সময়ও অপারেশন করতে অনেক টাকা খরচ হয়েছিলো। যে কারনে রাজ্জাক একেবারেই নিঃশ্ব এখন তার সন্তানকে বাঁচাতে আকুতি জানিয়েছেন সকলের কাছে। রাজ্জাকের বিকাশ নম্বর- ০১৭৪৬-৯১১৮২৪।  হৃদয়বান ব্যাক্তিদের এই নাম্বারে আর্থিক সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছেন প্রতিবন্ধী পরিবারটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,