সারাদেশ

আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার মতো রাজনীতি করতে আসিনি: জয়পুরহাটে সারজিস আলম

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি আগামী বাংলাদেশের জনগনের প্রতিনিধিত্ব করে হয় সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার মতো করে  রাজনীতি করতে আসেনি এনসিপি।
এছাড়া তিনি আরও বলেন, শাপলা প্রতিক পেতে কোন আইনগত বাধা নেই, নির্বাচন কমিশন এনসিপির সাথে স্বেচ্ছাচারিতা করতে পারেনা। হয় শাপলা দিতে হবে, না হলে আইনগত ব্যাখা দিতে হবে। প্রয়োজনে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো। এনসিপি তাদের জায়গা থেকে আগামী বাংলাদেশে জনগণের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়ে রাজনীতি করবে। আমরা বিশ্বাস করি, আমরা যদি জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে পারি, তাহলে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। আমরা যখন দেখেছি এই জুলাই সনদে জনগণের যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হওয়ার প্রয়োজন ছিল। এই জুলাই সনদের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হওয়ার কথা, সেই সনদ বাস্তবায়নের যখন আমরা আইনি ভিত্তি দেখি না। কীভাবে হবে এটার যখন আমরা কোনো একদম সঠিক ক্লিরিয়ারেন্স পাই না, তখন আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র দায়সারা একটা সনদে স্বাক্ষর করিনি। যখন আমরা আমাদের জায়গা থেকে কিন্তু দলীয়ভাবে কিছু চাইনি। যেই বিষয়গুলোতে তারাই ঐকমত্য হয়েছে, যেই বিষয়গুলো তারাই জুলাইর সনদে রেখেছে, সেই বিষয়গুলোরই আমরা বাস্তবায়নের রোডম্যাপটা চাই, নিশ্চয়তা চাই।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ন মুখ্য সংগঠক সাকিব মাহদী ও জেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী ওমর আলী বাবু প্রমুখ।
সভায় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থেকে দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,