সারাদেশ

ঝিনাইদহ শৈলকুপায় মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া মাদরাসাতুস সুন্নাহ এন্ড ইসলামিক স্কুলের দুই শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ঝিনাইদহ-কুষ্টিয়া মহা সড়কের শেখপাড়া ডিএম কলেজ এলাকায়।
এ সময় মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা সহ কয়েকশত নারী পূরুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন। তারা অবিলম্বে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপিড়নের মিথ্যা মামলা প্রত্যাহার করে বন্ধ মাদ্রাসায় শিক্ষার পরিবেশ তৈরী করে দিতে প্রশাসনের নিকট দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া মাদরাসাতুস সুন্নাহ এন্ড ইসলামিক স্কুলের শিক্ষক হাফেজ সাকিব সালিম বলেন, তাদের পরিচালক হাফেজ আল ইমরান ও তার ভাই জাকির মজমাদারের বিরুদ্ধে বলাৎকারের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এ ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দিয়ে মাদ্রাসায় শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ সৃষ্টি করতে হবে বলে জানান।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক নাহিদা সুলতানা বলেন, একটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দুই শিক্ষক জেলহাজতে। এ কারনে মাদ্রাসা বন্ধ থাকায় তার সন্তানের পড়ালেখার ব্যাঘাত ঘটছে। তার দাবি মিথ্যা মামলা থেকে দুই শিক্ষককে অব্যাহতি দিয়ে মাদ্রাসায় শিক্ষার সুষ্ঠ পরিবেশ সৃষ্টি করবে প্রশাসন। অন্যথায় তারা আরো বড় আন্দোলন গড়ে তুলবেন বলে জানান।
উল্লেখ্য কার্টুন দেখানোর লোভ দেখিয়ে শিক্ষার্থীদের সাথে অনৈতিক কাজের অভিযোগ উঠে শেখপাড়া গ্রামের মাদরাসাতুস সুন্নাহ এন্ড ইসলামিক স্কুলের দুই শিক্ষক আল ইমরান ও তার ভাই জাকির মজমাদারের বিরুদ্ধে।। এ অভিযোগে ১১ অক্টোবর শনিবার রাতে এলাকাবাসী ঐ শিক্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ করলে পুলিশ ঘটনা সামালদিতে মাদ্রাসাটির পরিচালক ইমরান হোসাইনকে আটক করে। এরপর ভ’ক্তভোগী শিক্ষার্থীর পরিবার দুই ভাইকে আসামী করে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেছে। বর্তমানে মাদ্রাসাটি বন্ধ রয়েছে বলে জানা যায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, দুইজন মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। বর্তমানে অভিযুক্তরা জেলহাজতে আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,