সারাদেশ

দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে বাড়ি পুড়ে ছাই, ৭ লক্ষ টাকা ক্ষতি, আহত – ১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের সাধাপাড়া এলাকায় ধনঞ্জয় সাহা ও গোবিন্দ সাহার বাড়িতে আগুন লেগে একটি বাড়ি ছাই হয়ে গেছে। রবিবার ১৯ (অক্টোবর) সন্ধায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লেগেছে বলে জানায় দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশন।
ভুক্তভোগী ধনঞ্জয় সাহা ও গোবিন্দ সাহা জানান, বাসায় কালীপূজার আয়োজন থাকায় পরিবারের সবাই ওই পূজা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। হঠাৎ কোথা থেকে আগুন লেগে গেলো তা বুঝতে পারিনি। কিছু বোঝার আগেই আগুনের ফুলকি ওপরে উঠে আমাদের বসত ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। আমরা ঘরের কোন মালামাল সরাতে গেলে আগুনের তাপে ধারে কাছেই যেতে পারিনি। পরবর্তিতে এলাকার সকলে মিলে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তাপে আমাদের মা বাসন্তী রানী সাহা গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
দুর্গাপুর ফারায় স্টেশনের লিডার মনজুর ফরাজী বলেন, সাধুপাড়া এলাকার মানুষ একটা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। সন্ধ্যা ৬.৩০ এর দিকে খবর পেয়েই সবাইকে নিয়ে ঘটনাস্থলে চলে গিয়েছি। সকলের সহায়তায় প্রায় একঘন্টা ২০মি. চেস্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আসে। এতে ভুক্তভোগী ও আশপাশের বসতিদের প্রায় সাত লক্ষাধিক টাকার আসবাবপত্রসহ একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আশপাশের বসতি সঞ্জয় সরকার ও পিন্টু দত্তের ঘরের বেশকিছু আসবাবপত্রের ক্ষতি হয়েছে।
এ নিয়ে উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন মাস্টার বলেন, আগুনের খবর পেয়েই নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। ইতোমধ্যে দুর্গাপুর ও কলমাকান্দার গণমানুষের নেতা ব্যারিস্টার কায়সার কামাল ক্ষতিগ্রস্থ্যদের খোঁজ নিয়েছেন। দলীয় নেতাকর্মীরা ক্ষতিগ্রস্থ্যদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন। গুরুতর আহত একজনকে চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। সেইসাথে ওই পরিবারকে সার্বিক সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি।
ইউএনও আফরোজা আফসানা বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে কিছু আর্থিক সহায়তা করা হয়েছে। প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তার মাধ্যমে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তত করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,