নাগরপুরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শহিদুল ইসলাম (নাগরপুর) প্রতিনিধিঃ খুচরা সার বিক্রতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টিও লাইসেন্সের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন টাঙ্গাইল এর নাগরপুর উপজেলা খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখা।
সোমবার ২০অক্টোবর নাগরপুর উপজেলা মেইন গেটের সামনে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখা আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন নাগরপুর শাখার সভাপতি আজিজুল হক।
এসময় তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে,তাই কৃষক যদি ঠিক মতো সার না পায় তাহলে তাদের ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটবে আমরা চাইনা কৃষকের সমস্যা হোক,তাই আমাদের সারা দেশে প্রায় ৪৫হাজার খুচরা সার ব্যাবসায়ী বৈধভাবে ব্যাবসা করে জিবিকা নির্বাহ করতে পারি,কাজেই কার্ড ধারীদের লাইসেন্স বহাল এবং টিও লাইসেন্স এর দাবি করছি।
এসময় আরও বক্তব্য রাখেন, খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ নাগরপুর শাখার সাধারণ সম্পাদক আবুল বাসার। তিনি বলেন, সারা বাংলাদেশের মানুষকে এবং সকল রাজনৈতিক ব্যাক্তিকে জানাতে চাই এই দাবি আমাদের ন্যায্য দাবী,তাই যতদিন আমাদের দাবি আদায় না হবে, ততদিন আমরা রাজপথেই থাকবো। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসে স্মারক লিপি প্রদান করেন খুচরা সার বিক্রতা এসোসিয়েশন অব বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার পক্ষ থেকে।
এসময় আরও উপস্থিত ছিলেন, খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ নাগরপুর শাখার সকল সদস্য বৃন্দ।