সারাদেশ

হাসপাতাল উচ্ছেদের চেষ্টায় গভীর রাতে ভবনে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকার প্রবর্তক মোড়ে অবস্থিত সেন্ট্রাল সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে রহস্যজনক আগুনের ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, ভবনের মালিক ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে তাদের উচ্ছেদের চেষ্টা করেছেন।
ভুক্তভোগী সেন্ট্রাল সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল ইসলাম এ ঘটনায় গত ২০ অক্টোবর চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, ১৯ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল ভবনের নিচতলায় আগুন লাগে। এতে লিফটসহ ভবনের নিচের অংশের বেশ কিছু জায়গা পুড়ে যায়।
আরও উল্লেখ করা হয়, ভবনের মালিক মোহাম্মদ সৈয়দ মিয়া দীর্ঘদিন ধরে নানা কৌশলে তাকে হাসপাতাল থেকে উচ্ছেদের চেষ্টা করে আসছেন। হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, ওই আগুন লাগার ঘটনাটিও সেই পরিকল্পনারই অংশ।
অভিযুক্ত সৈয়দ মিয়া চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকার কসমোপলিটন সোসাইটি রোডের বাসিন্দা। তিনি মৃত ইউনুস মিয়ার ছেলে ও সেন্ট্রাল সিটি হাসপাতাল ভবনের মালিক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৫ সালে সম্পূর্ণ ভবনটি আট বছরের জন্য চুক্তিরমূলে ভাড়া নেওয়া হয়। তবে হাসপাতালের কার্যক্রম শুরু হয় ২০১৮ সালে। ভবনটি হাসপাতালের উপযোগী করতে লিফট, জেনারেটর, বাথরুম, বিদ্যুৎ ও স্যানিটারি লাইন, ইন্টেরিয়র ডিজাইনসহ প্রায় ২ কোটি টাকা ব্যয় করা হয়। এছাড়া মেশিনারিজ ও সরঞ্জাম কিনতে আরও প্রায় সাড়ে চার কোটি টাকা খরচ হয়।
এই বিষয়ে রেজাউল ইসলাম বলেন, চুক্তি অনুযায়ী প্রতি মাসে ১ লাখ ৬০ হাজার টাকা ভাড়া পরিশোধ করি। কিন্তু কার্যক্রম শুরুর পর ভবনের মালিক একটি কক্ষ ও এম্বুলেন্স সার্ভিস ব্যক্তিগত ব্যবহারের অনুমতি দাবি করেন। রাজি না হওয়ায় ভাড়া নেওয়া বন্ধ করে বিভিন্নভাবে হয়রানি শুরু করেন।
ভাড়া দিতে চাইলেও তারা গ্রহণ করতেন না। শেষ পর্যন্ত আদালতের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই ঘটনার মাধ্যমে ভবনের মালিক তাদের অবৈধভাবে উচ্ছেদ করার অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন।
এ বিষয়ে ভবন মালিকের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,