সারাদেশ

কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: ৫২ প্রতিষ্ঠানের ২২৫ জন শিক্ষার্থী পেলেন ক্রেস্ট ও সনদ

ঢাকার কেরানীগঞ্জে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার, সিরাজনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন, এবং ইস্পাহানি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, সএসসিতে ভালো ফলাফল শুধু ব্যক্তিগত গর্ব নয়, এটি পরিবারের, বিদ্যালয়ের এবং পুরো সমাজের সাফল্য। এই মেধাবী শিক্ষার্থীরাই একদিন দেশকে নেতৃত্ব দেবে। তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের প্রশংসা করে বলেন, শিক্ষা ছাড়া উন্নত সমাজ গঠন সম্ভব নয়। আগামী দিনে এই কৃতি শিক্ষার্থীরাই দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে।

শেষে অতিথিরা সফল শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,