সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ আপন দুই ভাই,বোন ডিবির হাতে গ্রেফতার

কাউসার আহমেদ টিপু। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধ
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ভাই-বোনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার মোসা. আরিফা আক্তার (৩০) জেলার আখাউড়া উপজেলার রানীখার পূর্বপাড়া সৈয়দ বাড়ি এলাকার খুরশিদ আলমের মেয়ে ও তার ভাই কবির হোসেন (২৮)।সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাদের দু’জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা সম্পর্কে আপন ভাই বোন। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,