সারাদেশ

বেসরকারি শিক্ষক-কর্মচারীরা ৩-দফা দাবি আদায়ের লক্ষ্যে শার্শায় অবস্থান কর্মসূচি পালন। 

জাকির হোসেন, শার্শা প্রতিনিধি :
বাড়িভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে ১০ম দিনের মতো কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যশোরের শার্শায় অবস্থান কর্মসূচি পালন করে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে শার্শা উপজেলা পরিষদ চত্বরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানায়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ‘বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এছাড়া উৎসব ভাতা না থাকায় ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসবগুলোয় আমরা পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়ি।’
তারা আরও জানায়, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী দিনে আন্দোলনের কর্মসূচি আরও জোরালো করা হবে।’
অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন শার্শা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহাজান কবির, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, শ্রী বদ‍্যনাথ কুমার দাস, আনারুল ইসলাম, শহিদুল ইসলাম ও আয়ুব হোসেন প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,