আদমদীঘিতে শিক্ষকদের সাথে এমপি প্রার্থীর মত বিনিময়

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের সাথে আজ সকাল সাড়ে নয় ঘটিকার সময় মত বিনিময় করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি, উপজেলা বিএনপি’র সভাপতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার।
আজ (২২ অক্টোবর) বুধবার সকাল সাড়ে নয় ঘটিকার সময় উপজেলার কালাইকুড়ী জিএম এ্যাকোয়া কালচার প্রাঙ্গণে পশ্চিম বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের সাথে মত বিনিময় করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি, উপজেলা বিএনপি’র সভাপতি, বগুড়া-৩ আসন, আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার মাটি ও মানুষের প্রিয় নেতা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষের একমাত্র কান্ডারী আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার।
এ সময় আদমদীঘি পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস ছালাম তালুকদার, কলেজ শাখার সহকারী অধ্যাপক মনিরুজ্জামান বকুল, নুরে আলম, জ্যেষ্ঠ প্রভাষক আব্দুল লতিফ, অনিত চন্দ্র পাল, উম্মে কুলছুম রুমি, রেজাউল ইসলাম, আমিনুল ইসলাম, আজমল হোসেন, আবু বকর সিদ্দিক, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক জিয়াউর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক জসিম উদ্দিন, পারভীন আক্তার, আফরোজা বেগম, মামুনুর রশীদ মামুন, জোলেখা বেগম রেশমা, শাহানাজ পারভীন বেবি, মোফাজ্জল হোসেন তোতা, আব্দুল লতিফ, আলমগীর হোসেন, রুহুল আমিন সিদ্দিক, আব্দুল মান্নান, নিলুফা ইয়াসমিন লতা, মণিরা খাতুন, সুমি আক্তার, সুব্রজিত কুমার মন্ডল, আব্দুস সোবহান, ওবায়দুল হোসেন, বিএনপি দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মত বিনিময়ে আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার বলেন, আগামী নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে আমার নির্বাচনী এলাকার শিক্ষার মান উন্নয়ন করবো। তিনি আরো বলেন, প্রতিহিংসা কিংবা প্রতিশোধ নয়, সবাইকে সাথে নিয়ে সাম্যের বন্ধনে আবদ্ধ হয়ে এলাকার যাবতীয় উন্নয়নে কাজ করে যাবো ইনশা-আল্লাহ।