সেনবাগ ক্রিকেট ক্লাবের উন্নয়ন নিয়ে প্রাণবন্ত মতবিনিময় সভা

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ সংবাদদাতা
দীর্ঘ ২৫ বছর ধরে ক্রীড়াঙ্গনে নোয়াখালীর সেনবাগে স্থানীয় খেলাধুলার অগ্রযাত্রায় নতুন অনুপ্রেরণা যোগ করলো সেনবাগ ক্রিকেট ক্লাব।
বুধবার ( ২২ অক্টোবর ) সেনবাগ বাজারে “সফিকুর রহমান ট্যুরস এন্ড ট্রাভেলস” অফিসে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত মতবিনিময় সভা। সভায় উপস্থিত ছিলেন সেনবাগ ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মিজানুর রহমান সুমন, এবং ক্লাবের অন্যতম অফিসিয়াল স্পন্সর, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও সফিকুর রহমান ট্যুরস এন্ড ট্রাভেলস এর পরিচালক মো: নাজমুল ইসলাম (মানিক)।
সভায় আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তাহির সালমান শাওন, মার্কেন্টাইল ব্যাংক (পিএলসি), কানকিরহাট শাখার এসিস্টেন্ট অফিসার ওমর পারভেজ, নোয়াখালীর অন্যতম মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, সাংবাদিক মো: শামছুদ্দীন, সাংবাদিক মো: আবদুল মোতালেব, সাংবাদিক জুয়েল রানা, সাংবাদিক মো: জাহাঙ্গীর হোসেন সহ সেনবাগ ক্রিকেট ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় ক্লাবের উন্নয়ন, খেলোয়াড়দের মানোন্নয়ন, আধুনিক সুবিধা বৃদ্ধি এবং সেনবাগে খেলাধুলার জন্য মাঠের সংকীর্ণতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
আলোচনায় মুগ্ধ হয়ে পরিচালক মো: নাজমুল ইসলাম মানিক বলেন, “খেলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার যে প্রচেষ্টা সেনবাগ ক্রিকেট ক্লাব নিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি সবসময় সেনবাগ ক্রিকেট ক্লাবের পাশে থাকবো।”
সভা শেষে সেনবাগ ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে মো: নাজমুল ইসলাম মানিক কে সম্মাননা স্মারক-ক্রেস্ট ও ক্লাবের অফিসিয়াল জার্সি প্রদান করা হয়।
৩৪ বছরের ঐতিহ্যবাহী “সফিকুর রহমান ট্যুরস এন্ড ট্রাভেলস” দীর্ঘদিন ধরে সেনবাগসহ দেশের বিভিন্ন প্রান্তে সুনাম ও সততার সাথে বিদেশ গমনের সকল ভিসা প্রসেসিং সেবা (ওয়ার্কিং, স্টুডেন্ট, ট্যুরস ও হজ্ব ভিসা) দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি সেনবাগ থানার সবচেয়ে বিশ্বস্ত ট্রাভেলস প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে।
স্থানীয়দের মতে, “এই মতবিনিময় সভা সেনবাগের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা করবে।”