নাগরপুরে বাসচাপায় স্কুলছাত্রী নিহতের ঘটনায় ড্রাইভারের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়ায় বাসচাপায় নওরীন আক্তার (শুভ) (১৫) নামে এক স্কুলছাত্রী নিহতের ঘটনায় ড্রাইভারের ফাঁসির দাবিতে ও এসবি লিংক বন্ধের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
বুধবার ২২অক্টোবর সকালে শিক্ষার্থীদের উদ্যেগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এসবি লিংক বাস বন্ধের দাবি ও ঘাতক চালকের ফাঁসির দাবিতে মানববন্ধনে অংশ নেয় প্রতিভা প্রি-ক্যাডেট স্কুল (রাথুরা), পাকুটিয়া প্রাথমিক বিদ্যালয়, রাথুরা সরকারি প্রাথমকি বিদ্যালয়, পাকুটিয়া ডিগ্রী কলেজ, পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়,এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অনুমান ৩,০০০/- ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীরা তুমি কে? আমি কে? শুভ! শুভ!! আমাদের নাই ছন্দ, এসবি লিংক বন্ধ!! স্লোগান দিতে দিতে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে পাকুটিয়া বাজার হয়ে পাকুটিয়া ইউনিয়ন পরিষদ প্রদক্ষিণ করে পুনরায় পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে সমাপ্তি ঘোষণা করে। বর্তমানে এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের খানপাড়া এলাকায় মমার্ন্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নওরীন উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পাঁচতারাইল গ্রামের সোহেল মিয়ার মেয়ে। সে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।