রাজনীতি

নির্বাচন প্রতিহতকারীদের জনগণ প্রতিহত করবে :আমান উল্লাহ আমান 

কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলে জনগণ তাদের প্রতিহত করবে। একটি দল পিআরের নামে দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, জনগণ তাদের রুখে দেবে। প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

২২ অক্টোবর (বুধবার) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়ন কেন্দ্র কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

আমান আরও বলেন, নির্বাচনের দিন আপনারা সবাই ভোটকেন্দ্রে অবস্থান করবেন, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছাড়বেন না। ইনশাআল্লাহ আপনাদের ভোটে বিএনপি বিজয়ী হয়ে জাতীয় সরকার গঠন করবে এবং দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।

 

কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিমউদ্দীন নাজিম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা মফিজুর রহমান পলাশ, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দাউদ সিকদার, গ্রাম আদালতের চেয়ারম্যান আউয়াল সিকদার, হযরতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলামিন টুলুসহ স্থানীয় নেতাকর্মীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ