স্টার অ্যাওয়ার্ড অর্জন করলেন এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার

বাংলাদেশের তরুণ আইনজীবীদের মধ্যে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে “স্টার অ্যাওয়ার্ড ২০২৫” আর্জন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সমাজকর্মী এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, বাংলাদেশী কালচার সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি জনাব জয়নুল আবেদিন, যিনি তাঁর বক্তব্যে এডভোকেট তপাদারের পেশাগত নিষ্ঠা ও সামাজিক অবদানের ভূয়সী প্রশংসা করেন।
“তরুণ আইনজীবী ও সমাজকর্মী” ক্যাটাগরিতে এই বছর এডভোকেট তপাদারকে এই সম্মাননা প্রদান করা হয়। তিনি আইনজীবী হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজের পাশাপাশি সমাজসেবা, মানবকল্যাণ ও তরুণ সমাজকে আইনি সচেতনতায় উদ্বুদ্ধ করার জন্য বিশেষভাবে পরিচিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আলমগীর, আহ্বায়ক, বাংলাদেশী কালচারাল সোসাইটি।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এডভোকেট তপাদার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই স্বীকৃতি আমাকে আরও বেশি অনুপ্রেরণা দেবে সমাজ ও ন্যায়বিচারের পক্ষে কাজ করতে।