১০ টাকায় ইলিশ দেওয়ার পর এবার ১ টাকায় গরুর গোস্ত বিতরণের ঘোষণা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
১০ টাকায় ইলিশ মাছ দেওয়ার পর এবার ১ টাকায় অসহায় দরিদ্র মানুষের মাঝে গরুর গোস্ত বিতরণের ঘোষণা দিয়েছেন
ফরিদপুর-৪ আসনের আলোচিত সেই স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল।
গত ১৭ সেপ্টেম্বর সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ১০ টাকায় ইলিশ বিতরণের ঘোষণা দিয়ে বিপুল সংখ্যক জনসাধারণের মাঝে স্বল্প সংখ্যক ইলিশ মাছ বিতরণ করতে গিয়ে বিরম্বনার শিকার হয়ে আলোচনায় আসেন ফরিদপুর -৪ আসনের সম্ভব্য স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল। যদিও শেষ পর্যন্ত ইলিশ মাছ নিতে আসা হাজার হাজার মানুষের চাপ সামলাতে না পেরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি৷ এবার ভাঙ্গা উপজেলার দরিদ্র অসহায় জনসাধারণের মাঝে ১ টাকায় গরুর গোস্ত বিতরণ করার ঘোষণা দিয়ে আবারো আলোচনায় এসেছেন তিনি। ইতি মধ্যেই বিভিন্ন স্থানে ১ টাকায় গরুর গোস্ত বিতরণের বিপুল সংখক পোষ্টার দেখা যাচ্ছে হাটে, ঘাটে, মাঠে, ময়দানে। ১ টাকায় গরুর গোস্ত বিতরণ করার ঘোষণার বিষয়টি নিয়ে ফরিদপুর -৪ আসনের জনগনের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন জন বিভিন্ন ভাবে দেখছেন ব্যপারটি।
এ ব্যাপারে স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিলের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩ টায় ভাংগা উপজেলায় ১ টাকার বিনিময়ে অসহায় ১০০ মানুষের মাঝে গরুর গোস্ত বিতরণ করা হবে৷ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গরুর গোস্ত বিতরনের পোস্টার লিফলেট লাগানো হয়েছে। তিনি আরো বলেন, আগের বার ১০ টাকায় ইলিশ মাছ বিতরণে সমস্যা সৃস্টি হওয়ায় এবার আগে থেকেই ১০০ জন দরিদ্র অসহায় জনসাধারণের মাঝে টোকেন দেওয়া হয়েছে। শুধুমাত্র টোকেনধারীদের মাঝেই গরুর গোস্ত বিতরণ করা হবে। পোষ্টারে বিতরণের স্থান উল্লেখ না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কৌশলগত কারণে বিষয়টি গোপন রাখা হয়েছে। তবে বিতরণের আগের দিন মিডিয়াকে জানানো হবে বলে জানান তিনি।
এমন ঘোষনায় জনসাধারনের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার তৈরী হয়েছে৷ বিপুল সংখ্যক জনসাধারনের মধ্যে মাত্র ১০০ জনকে গরুর গোস্ত বিতরনের ঘোষনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃস্টি হয়েছে।