সারাদেশ

চিরিরবন্দরে ৫ দিন ব্যাপী ১৩০ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুরের চিরিরবন্দরে ৫ দিন ব্যাপী ১৩০ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৩ অক্টোবর দুপুর ১২ টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্কাউটস এর আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় ৫ দিন ব্যাপী ১৩০ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন করেন উপজেলা স্কাউটস এর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।
উপজেলা স্কাউটস এর কমিশনার প্রধান শিক্ষক হেলাল সরকারের সভাপতিত্বে এসময় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক সৈকত হোসেন (সিএলটি), সাবেক সহকারি জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র অধিকারী সিএলটি, দিনাজপুর জেলা স্কাউটস এর সহকারি কমিশনার (আইসিটি) মোরশেদ উল আলম, প্রশিক্ষক ইয়াকুব আলী এএলটি, প্রশিক্ষক আতাউর রহমান সিএলটি, প্রশিক্ষক প্রফুল্ল কুমার বর্মণ সিএলটি, প্রশিক্ষক জাকিয়া পারভীন, রওশন আরা চৌধুরী, চিরিরবন্দর উপজেলা সাবেক স্কাউটস সম্পাদক লুৎফর রহমান, উপজেলা কাব লিডার ইমরুন নাহার, প্রশিক্ষক মমিনুর রশিদ, প্রশিক্ষক আহসান উদ্দিন প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ আফছার আলী।
কোর্সে চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারসহ ৪৫ জন শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,