সারাদেশ

রায়পুর বিট পুলিশিং ও ওপেন হাউস ডে সভা অনুষ্ঠিত

মাহমুদ সানি,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরে রায়পুর থানার   আয়োজনে বিট পুলিশিং ও ওপেন হাউস ডে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
গতকাল (১৮ এপ্রিল) ৮নং দঃচরবংশী ইউনিয়নে, ইউনিয়ন পরিষদে  সয়াবিন চাষি ও সাধারণ জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ বিট পুলিশিং ও ওপেন হাউস ডে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন , রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর ও রামগঞ্জ সার্কেল এএসপি জামিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্রসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সভায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং, পারিবারিক সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা হয়।
সভায় রায়পুর ও রামগঞ্জ সার্কেল এএসপি জামিলুর রহমান বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ জনগণের আরও কাছাকাছি আসছে, যার ফলে এলাকায় অপরাধ দমন সহজ হচ্ছে।
সভা শেষে অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দেন রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া এবং জনসাধারণের অভিযোগ ও মতামত শোনেন।
এ ধরনের আয়োজন নিয়মিত হলে পুলিশের প্রতি আস্থা বাড়বে এবং আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সকলে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,