ইসকন সম্পর্কে আলোচনা করাই ইমামের বিরুদ্ধে আওয়ামী নেতার প্রতিবাদ
মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ শুক্রবার জুম্মার খুতবার বয়ানে মাওলানা আব্দুস সালাম ইসকন সম্পর্কে আলোচনা করেন। মাওলানা আব্দুস সালাম ইসকন সম্পর্কে বলেন ইসকন একটি উগ্রবাদী সংগঠন এর কাজ হল মুসলমানদের কিভাবে পথভ্রষ্ট করা যায় মুসলমান মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে কিভাবে তাদের গর্ভে সন্তান দেওয়া যায়। এই উগ্রবাদী সংগঠন ইসকন সম্পর্কে যখন মাওলানা আব্দুস সালাম আলোচনা করেন ঠিক সেই মুহূর্তে মাওলানা আব্দুস সালাম সাহেবের বক্তব্যর প্রতিবাদ করেন মোঃ মানিক খোঁজখবর নিয়ে জানা যায় এই মানিক আওয়ামী লীগের ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর পাও চাটা গোলাম ছিলেন। এবং এই মানিক নিজেও ইসকনের হয়ে কাজ করতেন। ঝিনাইদহের পূর্বাঞ্চলে বিএনপি ও শিবিরের যতগুলো ছাত্রকে ক্রসফায়ার দেওয়া হয়েছে তার পিছনে এই মানিকের ইন্ধন ছিল। নাম প্রকাশে
অনিচ্ছুক এক ব্যক্তি বলেন এই মানিক মিয়া আমার ভাতিজাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় এবং তিনদিন যাবত আমার ভাতিজা নিখোঁজ ছিল তিন দিন পর পার্শ্ববর্তী গ্রামে একটি মাঠের মধ্যে থেকে আমার ভাতিজার লাশ পাওয়া যায়। এখানেই শেষ নয় মানিক মিয়া সম্পর্কে তথ্য নিয়ে দেখা যায় শুধু ঝিনাইদহ সদর নয় কালীগঞ্জ উপজেলা হরিণাকুণ্ড উপজেলা শৈলকুপা উপজেলায় যতগুলো ক্রসফায়ার দেওয়া হয়েছে প্রতিটি ক্রসফায়ারের সাথেই মানিক মিয়া জড়িত ছিল। এখানেই শেষ নয় আওয়ামী লীগের ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সাথে সখ্যতা রেখে এই মানিক মিয়া এহেন কোন অপকর্ম নাই যার সাথে মানিক মিয়া জড়িত ছিল না। আব্দুস সালাম সাহেবের বক্তব্যের প্রতিবাদ করার পর থেকে এলাকার সাধারণ মানুষের প্রশ্ন আওয়ামী লীগের সময় শত অপকর্ম করা ইস্কন নেতা মানিক মিয়া এখনো কিভাবে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। এলাকাবাসীর দাবি এই ইস্কন নেতা আওয়ামী নেতা সাইদুল করিম মিন্টুর পাও চাটা গোলাম মানিক মিয়াকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।




