সারাদেশ

লালমনিরহাটে স্থানীয়ভাবে গ্রাম পুলিশ নিয়োগের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আবু হাসান (আকাশ), লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ৪নং টংভাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে স্থানীয় প্রার্থীকে গ্রাম পুলিশ পদে নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পূর্ব বেজগ্রাম এলাকায় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর টংভাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ৬ জন প্রার্থী গ্রাম পুলিশ পদে আবেদন করেছিলেন। কিন্তু তাদের কাউকে নিয়োগ না দিয়ে ৪নং ওয়ার্ড থেকে একজনকে নিয়োগ দেওয়া হয়। এরই প্রতিবাদে ৮নং ওয়ার্ডের গ্রামবাসী নিয়োগটি বাতিল করে নিজ ওয়ার্ড থেকেই একজনকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন।
ইতোমধ্যে এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদনও জমা দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা সুমন্দ্রনারায়ণ বলেন,“দীর্ঘদিন ধরে আমাদের ওয়ার্ডে কোনো গ্রাম পুলিশ নেই। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ৪নং ওয়ার্ড থেকে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তার বাড়ি আমাদের ওয়ার্ড থেকে প্রায় ৫-৬ কিলোমিটার দূরে। তিনি আমাদের এলাকায় কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন না। তাই আমরা এই নিয়োগ বাতিল করে সংশ্লিষ্ট ওয়াডের একজনকে নিয়োগের দাবি জানাচ্ছি।
স্থানীয় নারী বিউটি রানী বলেন,“আমাদের এলাকায় চুরি-ছিনতাইসহ ছোটখাটো অপরাধ বাড়ছে। রাতে ভয় লাগে বাইরে বের হতে। আমাদের ওয়ার্ডে কেউ নেই যে খবর নেবে বা নজর রাখবে। তাই আমরা চাই আমাদের ওয়াডেই একজনকেই গ্রাম পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হোক।
ওই এলাকার বাসিন্দা সুনীল কুমার রায় বলেন,“৪নং ওয়ার্ডে আগেই তিনজন গ্রাম পুলিশ রয়েছে। এবার নতুন একজন নিয়োগ দেওয়ায় সেখানে সংখ্যা দাঁড়িয়েছে চারজন। অথচ আমাদের ৮নং ওয়ার্ডের ৬ জন আবেদন করেও কেউ নিয়োগ পাননি। আমরা এ নিয়োগ বাতিল করে আমাদের ৮নং ওয়ার্ড থেকেই একজনকে নিয়োগের দাবি জানাচ্ছি।
তবে নিয়োগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামিম মিঞা বলেন, এ বিষয়ে আপনার সাথে পরে কথা বলবো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,