সারাদেশ

বেনাপোলের ঘিবা গ্রামের একটি ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

জাকির হোসেন, বেনাপোল-(শার্শা) প্রতিনিধি :-
সোমবার (২৭ অক্টোবর) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলিম বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের সাহাদত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে ১ নম্বর ঘিবা গ্রামের স্থানীয়রা রাস্তার পাশে হাঁটতে যেয়ে একটি ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পচা দুর্গন্ধযুক্ত মরদেহটি উদ্ধার করে। এ সময় নিহতের ভাই ইব্রাহিম লাশটি সনাক্ত করেন।
গত শনিবার (২৫অক্টোবর) বাড়ী থেকে আব্দুল আলিম ঘিবা গ্রামে নানার বাড়ীর উদ্দেশ্য রওনা দেয়। দু’দিন পর উদ্ধার করা হলো তার মরদেহ।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার এসআই মিলন জানায়, সকালে মরদেহটি উদ্ধার করে পোষ্ট মটেমের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্বজন ও স্থানীয়দের দাবী আব্দুল আলিম মানসিক ভারসাম্যহীন ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,