সারাদেশ

জয়পুরহাটে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবি জানিয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ ডিলাররা। বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে  মানববন্ধনে এই দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন, জয়পুরহাট সদর উপজেলার আহ্বায়ক মো. রবিউল ইসলাম, পাঁচবিবির সদস্য সচিব আব্দুল মোতালেব, ক্ষেতলালের আহ্বায়ক মো. সাজ্জাদুল ইসলাম, কালাইয়ের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ও আক্কেলপুরের সদস্য সচিব আহসান হাবিব।
বক্তারা বলেন, দেশে কৃষি উন্নয়নে বিএডিসি বীজ ডিলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই সম্মিলিত নীতিমালা ২০২৫ অনুযায়ী তাদের সার ডিলার হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,