সারাদেশ

দেবীগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন কর্মসূচির উদ্ধোধন করলেন

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায বিভিন্ন কার্যক্রম পরিদর্শনসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্ধোধন করেছেন।
২৮ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব কাজের উদ্ধোধন ও পরিদর্শন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী। এসময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সকালে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করে উপজেলা পরিষদের চত্বরের ভিতরে দৃষ্টিনন্দন পানির ফোয়ারার উদ্ধোধন করেন। এসময় দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ উপস্থিত ছিলেন।
এরপরে উপজেলা প্রশাসন প্রস্ফুটন সংঘের উদ্ধোধন ও সংঘের সদস্যদের সাথে মত বিনিময় করেন। এরপর উপজেলা পরিষদের ভিতরে জুলাই আগষ্টে শহীদ সাজুর নামে লাইব্রেরীর উদ্ধোধন করেন। উপজেলা পরিষদের ভবনের দ্বিতীয় তলায় নব নির্মিত উপজেলা কনফারেন্স রুমের উদ্ধোধন করার পর দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। এসময় দেবীগঞ্জ উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি ইসিজি মেশিন ও ২০টি সিলিং ফ্যান বিতরন করেন। এসময় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধরসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দুপুরের দিকে পঞ্চগড় জেলা পরিষদ কর্তৃক গৃহীত প্রকল্পের আওতায় উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সামনে সাধারন মানুষদের মাঝে গরু ও স্প্রে মেশিন বিতরন করেন। এসময় সমাজসেবা অধিদপ্তর পঞ্চগড়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, দেবীগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু রায়হান, মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মনও উপস্থিত ছিলেন।
উপজেলার অফিসার্স ক্লাবের রিনোভেশন মেশিন বিতরন করার পর দেবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ময়নামতির চরের সৌন্দর্যের বর্ধন প্রকল্পের উদ্ধোধন করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী দেবীগঞ্জ থানা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা।
পরে দেবীগঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় দেবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,