সারাদেশ

কর্ণফুলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ফুটেজ দেখে আরও ১জন গ্রেপ্তার 

কর্ণফুলী প্রতিনিধি :
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন কর্ণফুলী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তারকৃত মোঃ হৃদয় (২২) পটিয়া উপজেলার উত্তর হারিণ খাইন এলাকার মোঃ ফারুকের ছেলে। সে বর্তমানে বাকলিয়ার বাস্তুহারা এলাকায় বসবাস করে বলে পুলিশ জানায়।
এর আগে এ ঘটনায় আরও গত ১৭ মার্চ ৪জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ৫জনকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ গত ১৬ মার্চ হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে কর্ণফুলী এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গভীর রাতে মিছিল বের করে। এ ঘটনায় থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়। যার মামলা নং -২১।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,