অপকর্মের দায় শেষ পর্যন্ত ভোটের দিনে দিতে হয়
কাউসার আহমেদ টিপু।ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি।
সামনের যে নির্বাচন, হয়তোবা অনেকেই চিন্তা করছেন— আওয়ামী লীগ নেই, মাঠ খালি। এটা ভুল ধারণা। আপনারা দেখেছেন ডাকসু নির্বাচন, রাকসু নির্বাচনসহ যত বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো হয়েছে, সেখানে আমাদের কী অবস্থা হয়েছিল।
আমরা চাই আপনারা নেতাকর্মীরা সঠিক পথে চলেন, যাতে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মতো আমাদের খেসারত দিতে না হয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
তিনি শুক্রবার মধ্য রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া জুবলি রোড পুকুরপাড় এলাকায় প্রয়াত সাবেক পিপি ও জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এডভোকেট হামিদুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমরা যত অপকর্মই করি না কেন, সেই অপকর্মের খেসারত ভোটের দিন দিতে হয়। আমরা যদি কোনো ভুল করি, তার খেসারত দিতে হবে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে।”
অনুষ্ঠানটি আয়োজন করেন ও সভাপতিত্ব করেন প্রয়াত এডভোকেট হামিদুর রহমানের কন্যা ডা. শারমিন সুলতানা টুনটুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহসভাপতি ও পৌর বিএনপি সভাপতি নজির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি জসিম উদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দরা।


