শার্শায় প্রান্তিক কৃষকের মাঝে সার-বীজ ও কীটনাশক বিতরণ
জাকির হোসেন, শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার বীজ ও কীটনাশক বিতরণের উদ্বোধন করা হয়। গতকাল (৩০অক্টোবর) বিকেল ৪ টায় শার্শা উপজেলা অডিটরিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, যশোর মো: আজাহারুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার ডা: কাজী নাজিব হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নিয়াজ মাখদুম, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, সম্ভাবনা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার জানান, চলতি রবিমৌসুমে শীতকালীন ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে গম, সরিষা,সূর্যমুখী, চিনা বাদাম মুশুড়ী,অড়হড় সহ ৭ প্রকারের বীজ,রাসায়নিক সার ও কীটনাশক ৩১৯০ জন কৃষকে বিনামূল্যে বিতরন করা হয়।
প্রধান অতিথি মো: আাজাহারুল ইসলাম বলেন, “কৃষি নির্ভর এই দেশে প্রান্তিক কৃষককে বাঁচিয়ে রাখার লক্ষ্যে সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। তাই কৃষকদের উচিত বিনামূল্যে পাওয়া কৃষি পণ্যগুলো যথাযথ ভাবে ব্যবহার করে কৃষি ক্ষেত্রকে সমৃদ্ধ করা।
অনুষ্ঠান শেষে শার্শা উপজেলার যুবক-যুবতীদের কুটির শিল্প, ফ্রি-ল্যান্সিং, ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ও এবং কেয়ার গিভিং এর ৫০ জন প্রশিক্ষণার্থীদেের হাতে সনদ পত্র তুলে দেন যশোরের জেলা প্রশাসক মো: আাজাহারুল ইসলাম।


